Ticker

6/recent/ticker-posts

Advertisement

বোর্ড চ্যালেঞ্জ খাতার যে ৪ টি বিষয় দেখা হয় Board Challenge System 2023

বোর্ড চ্যালেঞ্জ খাতার যে ৪ টি বিষয় দেখা হয় Board Challenge System 2023 তা আমি আজ এই পোস্টের মাধ্যমে ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছি। আশা করছি বোর্ড চ্যালেঞ্জে খাতা কিভাবে দেখা হয় এটা নিয়ে আর কারো ভুল ধারণা থাকবেনা।

এখন প্রায় সব শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয়ের বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পূণঃনিরীক্ষণের আবেদন অনলাইনে সম্পন্ন করতে হয় তাই অনেকের মনে একটা সন্দেহ থেকে যায় যে আদৌ কি খাতার লেখা বা প্রশ্ন গুলা দেখা হয়?
এই বিষয়ে বোর্ডের সূত্র এই ৪ টি মূল্যায়ন পদ্ধতি উল্লেখ করেছেন। ফলে এই বোর্ড চ্যালেঞ্জ বা খাতা পূণঃনিরীক্ষণে খাতা দেখার বিষয়ে যে ধারণা ছিল সেটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে সবার কাছে।

বোর্ড চ্যালেঞ্জ খাতার যে ৪ টি বিষয় দেখা হয় Board Challenge System 2023

পুনর্মূল্যায়নে খাতার মোট ৪টি দিক দেখা হয়। এগুলো হলো-

১। উত্তরপত্রে সব প্রশ্নের সঠিকভাবে নম্বর দেওয়া হয়েছে কি-না,

২। প্রাপ্ত নম্বর গণনা ঠিক রয়েছে কি-না,

৩। প্রাপ্ত নম্বর ওএমআর শিটে ওঠানো হয়েছে কি-না এবং

৪। প্রাপ্ত নম্বর অনুযায়ী ওএমআর শিটে বৃত্ত ভরাট ঠিক আছে কি-না।

এভাবেই অতীতে বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

চাকরী বিষয়ক সকল খবরাখবর: https://www.jobshospital.mohonsworldnu.com/



Thank you to read this post.

Post a Comment

0 Comments