Ticker

6/recent/ticker-posts

Advertisement

একাদশ শ্রেণী ভর্তি গাইডলাইন HSC Admission 2023

একাদশ শ্রেণী ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2023 । ২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করবেন যেভাবে HSC Admission 2023 জেনে নিন এখান থেকে । আগামী — আগস্ট ২০২৩ তারিখ থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হবে এবং চলবে — আগস্ট ২০২৩ তারিখ পর্যন্ত। তিনটি ধাপে চলবে আবেদন কার্যক্রম।

এবার আর এসএমএসের মাধ্যমে আবেদনের সুযোগ থাকছে না। আবেদন করা যাবে শুধুই অনলাইনে।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয় ও শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত কলেজ/মাদ্রাসা/কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সমূহে একাদশ শ্রেণিতে ১ম পর্যায়ে ইন্টারনেট এর মাধ্যমে — আগস্ট ২০২৩ থেকে — আগস্ট ২০২৩ (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) এর মধ্যে online –এ আবেদনপত্র দাখিল করা যাবে। আবেদন ফি (Teletalk / Bkash / Nagad/Rocket/Sonali Bank) এর মাধ্যমে জমা দেওয়া যাবে।

এক সপ্তাহ পর পর ৩টি ধাপে শিক্ষার্থীদের কাছে আবেদন নেয়া হবে। অনলাইন আবেদন শেষে ফলাফল প্রতিটি শিক্ষাবোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তার সঙ্গে নির্বাচিত আবেদনকারীর দেয়া মোবাইল নম্বরে এসএমএস পাঠানো হবে। অনলাইনে বা সরাসরি কলেজে গিয়ে ভর্তির জন্য নিশ্চয়ন করার সুযোগ দেয়া হবে।

একাদশ শ্রেণী ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2023

 

একাদশ ভর্তি 2023 এর ফলাফল প্রকাশ ও আবেদনের তারিখ সমূহ

 

এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তির আবেদন প্রক্রিয়া চলবে।

আবেদনের সময়সীমাঃ আবেদন প্রক্রিয়া — আগস্ট থেকে শুরু হয়ে — আগস্ট (যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদের ও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে) পর্যন্ত।

১ম মেধা তালিকার ফলাফল প্রকাশঃ ভর্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ১ম মেধাক্রম —-এসএমএস এবং স্ব স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ড বা ওয়েবসাইটের পাশাপাশি মোহন্স ওয়ার্ল্ডেও প্রকাশ করা হবে।

শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ১ম পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে): — থেকে –পর্যন্ত

২য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ —- থেকে —- পর্যন্ত (যেসকল শিক্ষার্থী ইতিপূর্বে ভর্তির জন্য কোন শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত (Selected) হয়নি –তারা কোন প্রকার ফি প্রদান ছাড়াই তাদের আবেদন update (নতুন কলেজ সংযোজন/বিয়োজন) করতে পারবে। যারা ইতিপূর্বে ভর্তির জন্য আবেদন করেনি অথবা ভর্তির জন্য নির্বাচিত (Selected) হয়েও ভর্তি নিশ্চায়ন করেনি –তারা আবেদন ফি ১৫০ টাকা (Teletalk/Rocket/Surecash/Bkash/Nagad) এর মাধ্যমে জমা দিয়ে আবেদন করতে পারবে এবং যারা পূর্বে আবেদন ফি জমা দিয়েছে কিন্তু আবেদন করেনি, তারা ও আবেদন করতে পারবে।)

পছন্দক্রম অনুযায়ী ১ম মাইগ্রেশনের ফল প্রকাশঃ  

২য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ২য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে):

৩য় পর্যায়ের আবেদনের সময়সীমাঃ 

পছন্দক্রম অনুযায়ী ২য় মাইগ্রেশনের ফল প্রকাশঃ 

৩য় পর্যায়ের আবেদনের ফল প্রকাশঃ

৩য় পর্যায়ের শিক্ষার্থীর Selection নিশ্চায়ন (শিক্ষার্থী নিশ্চিত না করলে ৩য় পর্যায়ের Selection এবং আবেদন বাতিল হবে):

ভর্তির সময়সীমাঃ

ক্লাশ শুরুর তারিখঃ —– ২০২৩

২০২৩-২৪ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ভর্তির নির্ধারিত তারিখ সমূহ

 

২০২৩-২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করবেন যেভাবে HSC Admission 2023

কিভাবে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পূরণ করবেন

অনলাইনে আবেদন

 

আপনি যদি সিকিউরিটি কোড না পান বা হারিয়ে ফেলেন তাহলে

আপনি আবার সেটা সংগ্রহ বা পুনরুদ্ধার করতে পারবেন।

সিকিউরিটি কোড ভুলে গিয়ে থাকলে

 

আপনি যদি মোবাইল নম্বরের ২/১ টা সংখ্যা ভুল করেন তাহলে

আপনি পরিবর্তন করতে পারবেন।

মোবাইল নম্বর পরিবর্তন করতে 

 

আপনি যখন চান্স পাবেন তখন নিশ্চায়ন করতে হবে,

নিশ্চায়ন হয়েছে কিনা সেটা আপনি অনলাইনেই চেক করতে পারবেন।

ভর্তির নিশ্চয়ন যাচাই করতে

 

একাদশ ভর্তির আবেদন ফি জমা দেয়ার নিয়ম

টেলিটক সিমের মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

ধাপ ১ঃ আবেদন ফি পরিশোধ

প্রথমে আপনাকে টেলিটক সিম থেকে এসএমএসের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে নিম্নোক্ত নিয়মে লিখবেন।

১ম এসএমএসঃ
CAD<space>WEB<space>First 3 Letter of Board Name<space>Roll No<space>Passing Year

অর্থাৎ, CAD WEB DHA 123456 2022
এভাবে লিখে সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে একটি পিন নম্বর দেয়া হবে।

Reply: Mohammad Mohon, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020,TK. 150 will be charged as internet application fee for CAD. Your PIN is 5468486548. Type: CAD <space> YES <space>5468486548<space>Contact_no and send to 16222

২য় এসএমএসঃ
CAD<space>YES<space>PIN No<space>Student’s Mobile No
অর্থাৎ, CAD YES 123456789 01818XXXXXX
এভাবে লিখে আবার সেন্ড করুন 16222 নম্বরে।
ফিরতি মেসেজে আপনাকে Congrats মেসেজে দেওয়া হবে যে, আপনার ফি পরিশোধ হয়েছে এবং আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেয়া হবে।

Reply: Congrats! Mohammad Mohon, SSC Board: Cumilla, Roll: 516688, Year: 2020 successfully payment completed for CAD. Transaction ID: W1UHJHJDH

Bkash/বিকাশ এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

রকেট/Rocket এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

নগদ/Nagad এর মাধ্যেম ফি জমা দেয়ার নিয়মঃ

 

একাদশ শ্রেণি ভর্তি 2023 অনলাইনে ফরম পূরণের নিয়ম

ধাপ ২ঃ আবেদন ফরম পূরণ করুন

এই ধাপের জন্য আপনার ইন্টারনেট ব্যবহার করেন এমন একটি স্মার্টফোন বা কম্পিউটার লাগবে। গুগল ক্রোম বা ফায়ারফক্স ইন্টারনেট ব্রাউজার ওপেন করুন এবং xiclassadmission.gov.bd এই ওয়েবসাইটে যান। সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করা যাবে।

How To Online Application for HSC Admission 2023

আবেদন পদ্ধতি: নিম্নলিখিত নিয়মে আবেদন Submit করতে হবে।

১. টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংকা/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার পর আবেদনকারীকে নির্ধারিত website-এ (https://ift.tt/7ICKJTF) যেয়ে “Apply Online Button-এ ক্লিক করতে হবে। এরপর প্রদর্শিত তথ্য ছকে এসএসসি/সমমান পরীক্ষার রোল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দিতে হবে।

আবেদনকারীর দেয়া তথ্য সঠিক হলে তিনি তার ব্যক্তিগত তথ্য ও এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত GPA দেখতে পাবেন।

২. এরপর শিক্ষার্থীর Contact Number (ফি প্রদানের সময় শিক্ষার্থী প্রদত্ত নিজের অভিভাবকের মােবাইল নম্বর) এবং প্রযােজ্য ক্ষেত্রে কোটা দিতে হবে।

৩. অতঃপর তাকে ভর্তিচ্ছু শিক্ষা প্রতিষ্ঠান, গ্রুপ, শিফট এবং ভার্সন Select করতে হবে। এভাবে শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি ও সর্বনিম্ন ৫টিন কলেজ/মাদরাসা Select করতে পারবে। এই ফরমে আবেদনকারী তার সকল আবেদনের পছন্দক্রমও নির্ধারণ করতে পারবেন।

৪. এরপর আবেদনকারী Preview Application Button-এ ক্লিক করলে তার আবেদনকৃত কলেজসমূরে তথ্য ও পছন্দম দেখতে পারবেন।

৫. Preview-এ দেখানাে তথ্যসমূহ সঠিক থাকলে আবেদনকারী “Submit Button-এ ক্লিক করবেন।

৬. আবেদনটি সফলভাবে Submit করা হলে আবেদনকারী তার প্রদত্ত Contact Number-এর মােবাইলে একটি নিশ্চিতকরণ SMS পাবেন এবং যাতে একটি সিকিউরিটি কোড (Security Code) থাকবে। এই Security Code টি গােপনীয়তা ও সতর্কতার সাথে সংরক্ষণ করতে হবে, যা পরবর্তীতে আবেদন সংশােধন ও ভর্তি সংক্রান্ত কাজে ব্যবহার করতে হবে।

৭. আবেদনকারী চাইলে তাঁর আবেদনসমূহের তথ্যাদিসহ উক্ত ফরমটি Download করে প্রিন্ট (Print) নিতে পারবেন।

উপরের নির্দেশনা অনুযায়ী এসএসসি/সমমান পরীক্ষার রােল নম্বর, বাের্ড, পাসের সন ও রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে এন্ট্রি দেয়ার পরও শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য ও এসএসসি পরীক্ষার GPA দেখতে না পেলে, তাঁকে আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) জমা দেয়ার Transaction ID টি এন্ট্রি দিতে হবে এবং ফি প্রদানের জন্য তিনি যেই অপারেটর (টেলিটক/বিকাশ/শিওরক্যাশ/নগদ/সােনালী ব্যাংক/রকেটে ) ব্যবহার করেছে তাকে Select করতে হবে। পরবর্তীতে ৩০ মিনিট পর ইন্টারনেটে আবেদন করার জন্য পূর্বে উল্লেখিত পদ্ধতিতে অনুসরণ করতে হবে।

কোটাঃ মুক্তিযােদ্ধার সন্তান/সন্তানের সন্তানদের জন্য কোটায় (FQ) ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তথ্য-ছকে নির্দিষ্ট স্থানে FQ কোটা Select করবেন। কোটায় আবেদনের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের ইসকৃত মূল সনদ পত্র থাকতে হবে এবং পরবর্তীতে কলেজ/মাদ্রাসা কর্তৃক যাচাইকরণ হবে বিধায় কোটার অপশন (Option) দেয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে।

চয়েজ পরিবর্তনঃ একজন আবেদনকারী সর্বোচ্চ ৫(পাঁচ) বার ইন্টারনেটে ঢুকে কলেজের পছন্দক্রম এবং কলেজ পরিবর্তন করতে পারবে।

এবার শুধুমাত্র অনলাইনের মাধ্যমে ভর্তির কার্যক্রম পরিচালিত হবে। অনলাইনে সর্বনিম্ন ৫টি এবং সর্বোচ্চ ১০টি কলেজ বা মাদরাসায় আবেদন করা যাবে। এর জন্য নেয়া হবে ১৫০ টাকা।

তবে কোনো শিক্ষার্থী ১০টির বেশি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবে না। এবারও ভর্তি কার্যক্রমে কারিগরি সহায়তা দিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ xiclassadmission.gov.bd

শাখা নির্বাচনঃ বিজ্ঞান শাখা থেকে উত্তীর্ণরা যেকোনো বিভাগে ভর্তি হতে পারবে। মানবিক শাখা থেকে উত্তীর্ণরা মানবিকের পাশাপাশি ব্যবসায় শিক্ষা শাখায় এবং ব্যবসায় শিক্ষার শিক্ষার্থীরা ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগে ভর্তি হতে পারবে।

আরও পড়ুনঃ একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার আগে যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে এখানে ক্লিক করুন

ভর্তির নীতিমালা

এই পোস্টে যা যা পাবেনঃ

এইচএসসি ভর্তি আবেদন করার নিয়ম, একাদশ ভর্তি আবেদন করার পদ্ধতি, অনলাইনে একাদশ ভর্তির ফরম পূরণের নিয়ম, এইচএসসি ভর্তি ফরম পূরণ করবো কিভাবে? এইচএসসি ভর্তি 2023, একাদশ ভর্তির বিজ্ঞপ্তি 2023, একাদশ ভর্তির ফি জমা দেয়ার নিয়ম, HSC Admission online পদ্ধতি, xi class ভর্তির নিয়ম 2023. একাদশ ভর্তি কবে থেকে শুরু হবে তা এখান থেকে জানতে পারবেন।একাদশ শ্রেণীতে ভর্তি আবেদন করার নিয়ম HSC Admission 2023

আপনার কোন প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ



Thank you to read this post.

Post a Comment

0 Comments