Ticker

6/recent/ticker-posts

Advertisement

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2023 Honours Admission Fee

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2023 Honours Admission Fee তা জানতে পারবেন এই পোস্ট থেকে। আগামী ১৮ মে ২০২৩ তারিখে ২০২২-২৩ শিক্ষাবর্ষের অনার্স ১ম বর্ষ ভর্তি কার্যক্রমের ১ম মেরিট লিস্ট প্রকাশ করা হয়েছে এবং ২০ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি বেসরকারি কলেজে একযোগে ভর্তি নেয়া হবে।

অনেকেই বিভিন্ন পোস্টে জানতে চাচ্ছেন ভর্তি হতে কি কি কাগজপত্র বা ডকুমেন্টস লাগবে।

কলেজভেদে কাগজপত্রের সংখ্যা এবং টাকার পরিমাণ ভিন্ন হতে পারে। তবে মোটামুটি সকল কলেজে যেসব কাগজপত্রের মিল থাকবে মানে আবশ্যিক যেসব ডকুমেন্টস লাগবে তা এখানে উল্লেখ করলাম। আপনারা স্ব স্ব কলেজে যোগাযোগ করে নিশ্চিত হয়ে নিবেন অবশ্যই ভর্তি শুরু হবার আগে।

অনার্স ভর্তি হতে কত টাকা লাগবে?

  • সরকারি কলেজে সর্বোচ্চ ৬০০০/- (ছয় হাজার টাকা) (কম বেশি হতে পারে)
  • বেসরকারি কলেজে ৭-২০ হাজার টাকা (কম বেশি হতে পারে)

অনার্সে ভর্তি হতে কি কি কাগজপত্র লাগবে?

  • চূড়ান্ত ভর্তি ফরম অনলাইনে থেকে সঠিকভাবে পূরণ করে ডাউনলোড করতে হবে। সেটা আবার ২/৩ কপি করে ফটোকপি লাগতে পারে।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল মার্কশীট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রসংশাপত্র/টেস্টিমোনিয়াল এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল প্রবেশপত্র/এ্যাডমিট কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • এসএসসি ও এইচএসসি পাশের মূল রেজিষ্ট্রেশন কার্ড এবং ২ কপি করে ফটোকপি।
  • শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ৫-১০ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • পিতা/অভিভাবকের পাসপোর্ট সাইজের ছবি ২-৫ কপি এবং স্ট্যাম্প সাইজের ছবি ২-৫ কপি।
  • জন্ম নিবন্ধন কার্ডের সত্যায়িত ফটোকপি।
  • পিতা/মাতার জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ডের সত্যায়িত ২ কপি ফটোকপি।
  • পাঠ বিরতি বা শিক্ষা বিরতি সনদপত্র। (২০২০ সালে এইচএসসি পাশ করছে শুধু তাদের জন্য প্রযোজ্য)
  • কোটার সনদপত্র যারা মুক্তিযোদ্ধা, পোষ্য কোটায় আবেদন করছেন তাদের জন্য প্রযোজ্য।

বিঃদ্রঃ প্রতিটা কাগজপত্র কলেজে জমা দেয়ার আগে নিজের কাছে ২/৩ টা করে ফটোকপি করে রাখবেন যাতে আপনি অন্য কাজে লাগাতে পারেন কারণ জমা দিয়ে দিলে প্রয়োজনের সময় উঠামো অনেক ঝামেলা।

অনার্সে ভর্তি হতে কত টাকা লাগবে এবং কি কি কাগজপত্র লাগবে 2023 Honours Admission Fee

 

ভর্তি বিষয়ক ওয়েবসাইটঃ app1.nu.edu.bd

এখানে যেসব প্রশ্নের উত্তর পাবেনঃ

অনার্সে ভর্তি হতে কত লাগবে? অনার্সে কলেজে ভর্তি ফি কত? অনার্সে সরকারি কলেজে ভর্তি ফি কত? অনার্সে বেসরকারি কলেজে ভর্তি ফি কত লাগবে? কলেজে সর্বনিম্ন ভর্তি ফি কত? সকল কলেজের ভর্তি ফি এর পরিমাণ  কত?

আরও পড়ুনঃ



Thank you to read this post.

Post a Comment

0 Comments